কাঁচা টমেটো দিয়ে ভিন্ন স্বাদের রান্নার রেসিপি

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ১, ২০২১

কাঁচা টমেটো দিয়ে তৈরি করে ফেলুন দারুণ মজাদার রেসিপি। তবে জেনে নেয়া যাক কাঁচা টমেটো দিয়ে তৈরি করার রেসিপি...

উপকরণঃ

- কাঁচা টমেটো আধা কেজি,

- টমেটো কুচি দুইটি অথবা টমেটো পিউরি ৩টেবিল চামচ,

- ২টি বড় পেঁয়াজ কুচি,

- আস্ত জিরা আধা চা-চামচ,

- গুঁড়া মসলা আধা চা চামচ করে (হলুদ, মরিচ, জিরা, মৌরি, গরম মসলা),

- ধনেপাতা কুচি বেশ খানিকটা,

আরো পড়ুনঃ সন্তানকে ডিপ্রেশন থেকে বাঁচাতে মা-বাবার করণীয়

- কাঁচামরিচ ফালি ৬টি,

- চিনি ও লবণ স্বাদমতো,

- তেল পরিমাণমতো।
 

প্রণালীঃ চার ভাগ করে টমেটো কেটে নিন। প্যানে তেল গরম করে আস্ত জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি হলে পাকা টমেটো কুচি অথবা টমেটো পিউরি দিন। অল্প পানি দিয়ে তাতে গুড়া মসলা কষিয়ে নিন।

মসলা থেকে তেল ছেড়ে আসলে ফালি করা টমেটো দিয়ে মিনিট ৩/৪ কষিয়ে নিন। এবার এমন পরিমাণ পানি দিন, যেন টমেটো সিদ্ধ হয় কিন্তু গলে না যায়।

আরো পড়ুনঃ শীতকালে শ্বাসকষ্ট বাড়ার কারণ ও প্রতিকার

লবণ ও চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। তেল ছেড়ে আসলে ধনেপাতা ও কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলুন। এবার সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সবকিছু দিয়েই পরিবেশন করতে পারেন মজার এই রেসিপিটি।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment