যেভাবে নরম রাখবেন হাতের ত্বক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ফেব্রুয়ারি ২০, ২০২২

গৃহস্থালি কাজে ঘন ঘন ধুতে হয় হাত। ফলে এমনিতেই দ্রুত শুষ্ক হয়ে পড়ে হাতের ত্বক। শীতের রুক্ষতা যেন হাতের ত্বক খসখসে না করে ফেলে, সেজন্য কিছু টিপস জেনে নিন। আসুন জেনে নেই...

- খাঁটি অলিভ অয়েল ঘষে নিন দুই হাতে। এরপর গ্লাভস পরে ফেলুন। ঘন্টা দুয়েক পর গ্লাভস খুলে নিন। দেখুন কেমন নরম হয়ে গেছে ত্বক।

- পানি পান করুন পর্যাপ্ত। এতে শরীর থেকে দূষিত পদার্থ বের হয়ে যাবে। ত্বক থাকবে উজ্জ্বল।

আরো পড়ুনঃ পিতা-মাতার উচিত শিশুকে এই পাঁচটি অভ্যাস শেখানো

- হাতের ত্বকে আমন্ড অয়েল, অ্যাভোকাডো অয়েল, এলোভেরা জেল এবং নারকেল তেল ব্যবহার করুন প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে।

- ১ টেবিল চামচ চিনির সঙ্গে কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান। মিশ্রণটি হাতে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন হাত। এটি ত্বকের মরা চামড়া দূর করবে।

- হাত ধোয়ার জন্য ব্যবহার করুন ল্যানোলিন এবং গ্লিসারিন সাবান ও উষ্ণ পানি।

- বাইরে বের হওয়ার সময় মুখের ত্বকের পাশাপাশি হাত ম্যাসাজ করে নিন সানস্ক্রিন।

আরো পড়ুনঃ সন্তানকে ১০ বছর বয়সের আগেই শেখান এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো

- লেবুর রস ও চিনি মিশিয়ে হাতে ঘষুন। মসৃণ হবে হাত।

- অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। হাতের ত্বকে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment