মাত্র ৫ মিনিটের ফেসিয়ালে ত্বক হবে উজ্জ্বল

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ফেব্রুয়ারি ১৫, ২০২২

ব্যস্ত জীবনে সময় বের করে রূপচর্চা করা বেশ কঠিন। ত্বকে ঝটপট উজ্জ্বলতা নিয়ে আসতে ঘরেই মাত্র ৫ মিনিটের ফেসিয়াল করে ফেলতে পারেন। আসুন জেনে নেওয়া যাক..

ধাপ-১ঃ শুরুতেই ত্বক পরিষ্কার করে নিন। ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে মুছে গোলাপজল স্প্রে করে নিন। এটি প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে।

ধাপ-২ঃ এই পর্যায়ে ত্বকের মরা চামড়া দূর করার জন্য স্ক্রাবিং করে নিন। টমেটো স্লাইস করে ত্বকে ঘষে নিন। এতে ব্ল্যাকহেডস ও মরা চামড়া দূর হবে।

আরো পড়ুনঃ যেসব খাবার ফ্রিজে রাখলে স্বাদ ও মান নষ্ট হয়

ধাপ-৩ঃ ত্বক ম্যাসাজ করুন অ্যালোভেরা জেল দিয়ে। হাতের তালুতে অ্যালোভেরা জেল নিয়ে চক্রাকারে ঘষুন ত্বক। ত্বক হবে নরম ও কোমল। পাশাপাশি বলিরেখাও দূর হবে।

ধাপ-৪ঃ সবশেষে ফেসপ্যাক ব্যবহার করে নিন। মুলতানি মাটির সঙ্গে দুধ বা পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান। এক মিনিট রেখে ধুয়ে মুছে নিন। ব্যস! হয়ে গেল মাত্র ৫ মিনিটের ফেসিয়াল।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment