অকালে টাক পড়া রোধ করে কালোজিরা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৩, ২০২২

কপালের সামনের অংশের চুল কমে টাক পড়ে যাচ্ছে। অকালে চুল পড়া রোধ করতে কালোজিরা ব্যাবহার করতে পারেন নিয়মিত। চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের গ্রোথ বাড়াতেও কার্যকর কালোজিরা। জেনে নিন পদ্ধতি।

আপেল সিডার ভিনেগার ও কালোজিরা: পানিতে খানিকটা কালোজিরা ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ছেঁকে আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। ঘন্টা খানেক পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ শিশুর উচ্চতা বাড়াবে যেসব খেলা

অলিভ অয়েল ও কালোজিরা তেল: সমপরিমাণ অলিভ অয়েল ও কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন সকালে মাইন্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

কালোজিরা ও মেহেদি: মেহেদির পেস্টে কালোজিরার গুঁড়া মিশিয়ে চুলে লাগান। মিশ্রণটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment