ত্বকের যত্নে কমলার খোসা যেভাবে কাজে লাগাবেন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৩, ২০২২

ভিটামিন সি সমৃদ্ধ কমলার খোসা কাজে লাগাতে পারেন ত্বকের যত্নে। রোদে শুকিয়ে মিহি গুঁড়া করে মুখবন্ধ বয়ামে এটি সংরক্ষণ করুন এবং প্রয়োজন মতো ব্যবহার করুন ফেসপ্যাক। জেনে নিন কেন এবং কীভাবে কমলার খোসা গুঁড়ো ব্যবহার করবেন ত্বকের যত্নে।

- ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

- ব্ল্যাকহেডস ও ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।

- ত্বকের ভেতর জমে থাকা ময়লা দূর করতে কার্যকর।

- ত্বকে বলিরেখা পড়বে না সহজে।

আরো পড়ুনঃ আপনার শিশুকে এই খাবারগুলো দেয়ার আগে সাবধান হোন

- ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করতে সহায়ক।

- ত্বকের অতিরিক্ত তেল দূর করে।

যেভাবে বানাবেন ফেসপ্যাক:

- দুই চামচ কমলার খোসা গুঁড়া, ১ চামচ মোটা দানার চিনি ও পরিমাণ মতো নারকেলের দুধ মিশিয়ে স্ক্রাব হিসেবে ত্বকে ব্যবহার করুন।

- কমলার খোসা গুঁড়া, চন্দন ও কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের তেলতেলে ভাব কমবে।

- কমলার খোসা গুঁড়া ও টক দই একসাথে মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।

আরো পড়ুনঃ মাঝবয়সে শরীর ফিট রাখতে যেসব ব্যায়াম

- ত্বক পরিষ্কার ও টানটান করতে কমলার খোসা গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment