ত্বক ও চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের উপায় জানুন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২৮, ২০২২

চুল ঝলমলে করতে যেমন অতুলনীয় ভিটামিন ই, তেমনি সুন্দর ও উজ্জ্বল ত্বক ও পাওয়া যায় এটি নিয়মিত ব্যবহার করলে।

তবে এজন্য রূপচর্চায় প্রয়োজন এটির সঠিক ব্যবহার। ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ত্বক ও চুলের যত্নে ব্যবহার করবেন জানুন...

- ভিটামিন-ই ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি ত্বক শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। রাতে ঘুমানোর আগে নারকেল তেল বা বাদামের তেলের সঙ্গে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ দীর্ঘদিন বিস্কুট মচমচে রাখার টিপস

- ভঙ্গুর নখের যত্নে প্রতিদিন রাতে ভিটামিন ই ক্যাপসুলের তেল ম্যাসাজ করুন নখে।

- চুলের বৃদ্ধি বা রাতে নারকেল তেলের সঙ্গে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এভাবে ব্যবহার করুন।

- রোদে বের হওয়ার আগে ভিটামিন ই ক্যাপসুলের তেল লাগান ত্বকে। এটি ত্বকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে।

- শীতে ত্বকের পাশাপাশি ঠোঁট ও বেশ শুকিয়ে যায়। শুকনো ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ভিটামিন ই তেল ঘষে নিন। এতে ঠোঁট যেমন নরম হবে তেমনি লিপস্টিকও থাকবে দীর্ঘক্ষন।

আরো পড়ুনঃ ঘরোয়া উপায়ে উইপোকা দূর করুন 

- ত্বক বলিরেখাহীন রাখতে ভিটামিন ই ক্যাপসুলের তেল লাগাতে পারেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment