কেন নিয়মিত চুল আঁচড়াবেন? জেনে নিন টিপসসহ

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ৮, ২০২২

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত চুল চিরুনি করলে অপকার নয় বরং উপকারী বেশি। আসুন জেনে নেই...

চুলের বৃদ্ধি বাড়ে: নিয়মিত চুল আঁচড়ালে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে চুলের ফলিকলে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায় এবং চুল দ্রুত লম্বা হয়

চুল মসৃণ হয়: জট ছাড়িয়ে চুল মসৃণ করতে চাইলে নিয়মিত আপনাকে চুল আঁচড়াতে হবে। এছাড়া চুল আঁচড়ানোর ফলে মাথার ত্বকে সিবাম নামের একটি উপাদান উৎপাদিত হয়। এটি চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

আরো পড়ুনঃ ডাক্তাররা কি রোগীর রোগ ধরছে, নাকি কমিশনের পাহাড় বানাচ্ছে?

ত্বকের মৃত কোষ দূর হয়: নিয়মিত চিরুনি ব্যবহার করলে ত্বকের মৃত কোষ, খুশকি দূর হয়। এতে চুলের গোড়া পরিষ্কার থাকে।

টিপসঃ

- ভেজা চুল আঁচড়াবেন না, এতে চুল দ্রুত ভেঙ্গে যায়।

- প্লাস্টিকের বদলে কাঠের চিরুনি ব্যবহার করুন। চুল ভালো থাকবে।

- চুল বেঁধে বাহিরে বের হবেন। এতে জট কম হবে চুলে।

- রাতে ঘুমানোর আগে একবার ব্রাশ করে নিন চুল। এতে চুল ঝলমলে থাকবে।

আরো পড়ুনঃ বিয়েটা হোক বুঝে শুনে!

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment