ত্বকের যত্নে মসুর ডালের নানাবিধ ব্যবহার

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ৭, ২০২২

রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বক উজ্জল করতে ভরসা রাখতে পারেন মসুর ডালের প্যাকে। জেনে নিন ত্বকের যত্নে মসুর ডালের ব্যবহার...

ত্বকের মরা চামড়া দূর করতে: ত্বকের উপরিভাগে জমে থাকা মৃতকোষ দূর করতে কাজে লাগাতে পারেন মসুর ডাল। মিহি করে বাটা মসুর ডালের সঙ্গে দুই চা চামচ দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ঘষে ঘষে লাগান ত্বকে। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।

ত্বকের কালচে দাগ দূর করতে: মসুর ডাল বাটার সঙ্গে খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে দাগ ফিকে হয়ে আসবে।

আরো পড়ুনঃ পুষ্টিগুণে ভরপুর চিয়া বীজ, কীভাবে খাবেন জানুন

রোদে পোড়া দাগ দূর করতে: ৩ টেবিল চামচ মসুর ডাল বাটা, ১ চিমটি হলুদের গুঁড়া, ৩ টেবিল চামচ টক দই আর একই পরিমাণ বেসন একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

ত্বকের রুক্ষতা দূর করতে: ২ টেবিল চামচ মসুর ডালের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মধু ত্বকে আর্দ্রতা যোগাবে আর মসুর ডাল ত্বক করবে মসৃণ ও উজ্জ্বল।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment