চুল ঘন করার ৮ প্রাকৃতিক উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ২, ২০২২

পাতলা চুল রাতারাতি ঘন করার কোন উপায় নেই। তবে বিশেষ যত্নে ধীরে ধীরে কমাতে পারেন চুল পড়া। চুলের ধরনেও নিয়ে আসতে পারেন পরিবর্তন। জেনে নিন চুল ঘন করার জন্য কীভাবে যত্ন নেবেন চুলের...

আরো পড়ুনঃ ইলিশ মাছের দোপেয়াজা

- পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রস অথবা নারকেলের তেল মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করুন। ১৫ মিনিট পর সালফেট নেই এমন শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল।

- চাল ধোয়া পানি স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করুন।

- ডিম ফেটিয়ে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

- চুলের গোড়ায় নিয়মিত ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে উপকার পাবেন।

- মেথি সারারাত ভিজিয়ে রেখে পর দিন বেটে চুলে লাগান।

- প্রোটিন, ফ্যাটি এসিড ও আয়রন আছে এমন খাবার রাখুন খাদ্য তালিকায়।

আরো পড়ুনঃ ঠোঁটের  লিপস্টিক দীর্ঘস্থায়ী করার কিছু উপায় 

- চিরুনি ও হেয়ার ব্রাশ ব্যবহার করুন নিয়মিত। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে।

- রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল ম্যাসাজ করুন চুলে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment