ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায় মুলতানি মাটি

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ২৫, ২০২২

প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুল সুন্দর রাখতে মুলতানি মাটির ব্যবহার খুবই কার্যকরী। আসুন জেনে নেওয়া যাক, মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে...

তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে: মুলতানি মাটি তৈলাক্ত ত্বক থেকে অতিরিক্ত সেবাম দূর করে। এছাড়াও ত্বকের ব্ল্যাকহেডসের সমস্যা দূর করে। গোলাপ জলের সাথে মুলতানি মাটি মিশিয়ে সপ্তাহে দুইবার ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে।

প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে: প্রাকৃতিক স্কাবার হিসেবে মুলতানি মাটির ব্যবহার রয়েছে। সামান্য মধু ও আমন্ড গুঁড়া মিশিয়ে ত্বকে লাগাতে হবে।

আরো পড়ুনঃ মেয়েদের তলপেটে ব্যথার কারণ এবং প্রতিকার

কম্বিনেশন ত্বকের ক্ষেত্রে: কম্বিনেশন ত্বকের ক্ষেত্রে মুলতানি মাটির প্যাক তৈরি করতে হলুদ, দুধ আর মধু মিশিয়ে নিন। ব্রণ যুক্ত ত্বকের যত্নে মুলতানি মাটি আর চন্দন প্যাক ম্যাজিকের মত কাজ করে।

চুলের যত্নে: শুধুমাত্র ত্বকের যত্নেই নয় বরং মুলতানি মাটি চুল পরিষ্কার করার ক্ষেত্রেও বিশেষভাবে উপযোগী। চুল ও স্ক্যাল্পের চিটচিটে ভাব দূর করতে নারকেল তেলের সাথে মুলতানি মাটি মিশিয়ে হেয়ার প্যাক হিসেবে লাগাতে পারেন শ্যাম্পুর আগে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment