ঘরোয়া দুই উপকরণে দূর হবে দাঁতের হলদে দাগ

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২১, ২০২২

দাঁতের হলদে ভাব দূর করে দাঁত ঝকঝকে সাদা করতে লেবু পাতা অতুলনীয়। চলুন তবে জেনে নেয়া যাক এর ব্যবহার পদ্ধতি...

যা যা লাগবেঃ

- লেবু পাতা

- বেকিং সোডা

আরো পড়ুনঃ নিজেকে শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখার পজেটিভ কিছু উক্তি। 

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ কয়েকটি লেবু পাতার সঙ্গে পরিমাণমতো বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর সেই পেস্ট দিয়ে দাঁত মাজুন মাত্র ১ সপ্তাহে এটি করলেই হলদেটে তাদের সমস্যার উপকার পাবেন।

লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন-সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাইতো করোনার এই সময়ে ডাক্তাররা লেবু খাওয়ার উপর জোর দিচ্ছেন। তবে শুধু লেবুর পাতাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment