ওজন কমানোর পাশাপাশি ত্বকের যত্নে ব্যবহার করুন ওটস

  • কবিতা আক্তার
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

ডায়েটে ওটস রাখলে চট জলদি ওজন কমবে। তবে ওটস শুধু ওজন কমাতেই কাজে লাগে না। রূপচর্চাতেও দারুন কাজ দেয়। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য ম্যাজিকের মত কাজ করে ওটস।

রূপচর্চায় যেভাবে ব্যবহার করবেন ওটস...

- একটি পাত্রে দুই চা চামচ ওটস নিন। তার মধ্যে দুই ফোঁটা লেবুর রস দিন। এক চামচ মধু ও অল্প পরিমাণ বেসন দিন। ভালো করে মিশিয়ে নিন।

ফেসপ্যাক এর মতো করে ব্যবহার করুন এই ওটস এর প্যাক। আধ ঘন্টা মত রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নিন।

আরো পড়ুনঃ পোশাকের শালীনতা, স্বাধীনতা ও স্বেচ্ছাচার।

দেখবেন ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হয়ে ঝকঝকে হয়ে উঠবে আপনার ত্বক। যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারাও এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

- বাহিরে থেকে ফিরে ওটস স্ক্রাবার ব্যবহার করুন। এক চামচ ওটস গুঁড়া নিয়ে তার মধ্যে অল্প পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে মেখে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন, ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

- ওটস এর গুঁড়ার সঙ্গে গোলাপ জল মিশিয়ে স্ক্রাবার তৈরি করুন। রোদে পোড়া ত্বকে উজ্জ্বলতা ফেরাতে দারুন কাজ করবে এই স্ক্রাবার।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment