সুন্দর ঠোঁটের জন্য ঘরেই তৈরি করুন লিপবাম

  • ওমেন্স কর্নার
  • মে ১৭, ২০২৩

ঠোঁটের ত্বক ভালো রাখতে আমরা লিপবাম ব্যবহার করি।  তবে কেমিক্যাল যুক্ত লিপ বাম ব্যবহারের ফলে অনেক সময় ঠোঁট কালো হয়ে যায় ও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ঘরেই তৈরি করতে পারেন লিপবাম। 

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন লিপবাম-

লিপবাম তৈরির পদ্ধতি

দুই চামচ নারিকেল তেল, এক চা চামচ শিয়া বাটার, এক চামচ মধু, আধা চামচ বিট পাউডার, এসেনশিয়াল অয়েল এবং এক চামচ ক্যাস্টর অয়েল নিন।

এবার একটি প্যানে নারিকেল তেল, শিয়া বাটার এবং ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন। এই মিশ্রণটিতে মধু, বিট পাউডার এবং এসেনশিয়াল অয়েল দিন। একটি ছোট কৌটায় বা জারে রাখুন। তার পর এটি ফ্রিজে রাখুন। এই লিপবাম ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন:  রোদে ত্বক পুড়ে কালচে হয়ে গেছে? সমাধান জেনে নিন 

উপকারিতা:

ঘরের তৈরি লিপবাম ঠোঁটে আর্দ্রতা বজায় রাখে। নারিকেল তেল ফাটা ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে সহায়তা করে। ক্যাস্টর অয়েল এবং শিয়া বাটার শুকনো ঠোঁট ঠিক করে। এসেনশিয়াল অয়েল ঠোঁটের ফোলাভাব কমায়। বিট পাউন্ডার ঠোঁটে গোলাপি রঙ দেয়।

তথ্যসূত্র: বোল্ডস্কাই  

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment