গরমে চুল সুন্দর রাখতে যা যা করবেন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ৮, ২০২১

গরমে বাইরে রোদে ধুলো-ময়লা, রোদের তাপ, বেশিক্ষণ এয়ারকন্ডিশনে থাকা , এরকম নানা কারনে আমাদের চুল সৌন্দর্য কোমলতা হারিয়ে রুক্ষ হয়ে যায়। আমাদের সৌন্দর্য এবং ব্যক্তিত্ব প্রকাশের অনেক বড় একটা অংশ চুল। গরমে চুল সুন্দর রাখতে আমাদের যা করতে হবে-

- সপ্তাহে ২-৩ একবার শ্যাম্পু করতে হবে - রাতে ভালো করে তেল ম্যাসাজ করুন।

- গরমে চুলের ডগা ফেটে যাওয়া, রোদে পোড়ার হাত থেকে রেহাই পেতে হলে গরমের শুরুতেই চুল ট্রিম করিয়ে নিন।

আরো পড়ুনঃ মেয়েলি রোগ লিউকোরিয়ার (সাদাস্রাব ) কারণ ও প্রতিকার

- চুল ছোট না করতে চাইলে টুপি ব্যবহার করতে পারেন, স্কার্ফ ক্লিপ দিয়ে চুল বেঁধে রাখতে পারে।

 - তবে বেশি টাইট করে চুল বাঁধবেন না।

- খেয়াল রাখবেন চুলের মধ্যে যেন হাওয়া চলাচল করতে পারে। ধুলো-ময়লা, বৃষ্টির পানিতে ভিজে অনেক সময় চুল নিস্তেজ হয়ে যায়।

অলিভ অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে মেয়েটির পেস্ট মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। চুল ঘন উজ্জ্বল থাকবে।

আরো পড়ুনঃ নারীদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS পাথরের  লক্ষণ

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment