কোমল ও মসৃণ পা পেতে সহজ ঘরোয়া টিপস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ১, ২০২১

আমরা যতটা মুখের ত্বকের যত্ন নিয়ে ভাবি, ততটা পায়ের ত্বক নিয়ে ভাবি না। এর ফলে আমাদের পায়ের ত্বক হয়ে পড়ে রুক্ষ ও অমসৃণ। হারিয়ে যায় পায়ের উজ্জলতা।

তাই ত্বকের পাশাপাশি পায়ের জেল্লা ধরে রাখা দরকার। আসুন আজ আমরা জেনে নেই কোমল ও মসৃণ পা পেতে সহজ ঘরোয়া দুইটি টিপস...

১. শসা: ত্বককে আর্দ্র রাখার জন্য শসা অত্যন্ত কার্যকর। শসা ত্বককে উজ্জ্বল করে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ দূর করে।

আরো পড়ুনঃ পিরিয়ডের সময় যে ১০ কাজ ভুলেও করবেন না

প্রথমে শসার খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করুন। পেস্টে গোলাপজল মেশান। তারপর পায়ে লাগান। পেস্ট শুকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই পদ্ধতি প্রয়োগ করলে আপনার পা হবে মসৃণ ও সুন্দর।

২. লেবুর রস: লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের জন্য খুব উপকারী। লেবু ব্যবহার করে পা পরিষ্কার ও সুন্দর রাখতে পারেন।

প্রথমে একটি বাটিতে লেবুর রস বের করে রাখুন এরপর তুলার সাহায্যে পায়ের দাগগুলোতে লাগান সপ্তাহে তিন দিন এভাবে লেবু ব্যবহার করুন ফল মিলবে দ্রুত আপনার পা হয়ে উঠবে দাগহীন ও সুন্দর।

আরো পড়ুনঃ মেয়েলী রোগ সম্পর্কে জেনে নিন এবং সতর্ক হোন

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment