শীতে ত্বকের ঘরোয়া যত্ন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ২০, ২০২১

শীতকালে ত্বক নিষ্প্রাণ ও রুক্ষ হয়ে যায়। ত্বক চায় একটু আলাদা যত্ন। এই জন্য শীতে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া উচিত। আসুন জেনে নেওয়া যাক...

চিনি ও অলিভ অয়েল ফেসিয়াল মাস্ক:
সব ধরনের ফেসিয়াল মাস্কের জন্য এই মাস্কটি সবচেয়ে সহজ। কারণ এই মাস্কটির উপাদান অনেক সহজলভ্য এবং এটা তৈরি করা অনেক সহজ।

কিন্তু এর কার্যকারিতা অনেক বেশি। অলিভ অয়েল ত্বককে কোমল করে ও চিনি ত্বকের উপরিভাগের মরা কোষ দূর করে।

আরো পড়ুনঃ মন ভালো নেই বুঝবেন যেসব লক্ষণে

পদ্ধতি: এই মাস্কটি তৈরি করতে লাগবে চিনি ও অলিভ অয়েল। ২ চা চামচ চিনি ও ২ চা চামচ অলিভ অয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। যোগ করতে পারেন কয়েক ফোঁটা লেবুর রস। এটা দাগ দূর করতে সহায়তা করবে।

এরপরে মিশ্রনটি হাতের তালুতে দিয়ে মুখের ত্বকে হালকাভাবে ঘষে লাগান। মুখে এই মিশ্রণটি ১০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ শীতকালীন বিষন্নতায় ভুগছেন? কমানোর উপায় জানুন

এভাবে সপ্তাহে ২/৩ বার করুন। ত্বকের উজ্জ্বলতার পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment