নয় মাস ধরে ফ্ল্যাটে মরে আছেন পাকিস্তানি অভিনেত্রী!

  • ওমেন্স কর্নার
  • জুলাই ১২, ২০২৫

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলীকে ৮ জুলাই তার করাচির অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তদন্তকারীরা দিয়েছেন এক ভয়ংকর তথ্য। তাদের মতে, এই অভিনেত্রী প্রায় নয় মাস আগে অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরে মারা গেছেন!

তারচেয়েও বিস্ময়কর তথ্য, এই নয় মাসে হুমায়রার নিখোঁজ হওয়ার বিষয়ে তার পরিবারের সদস্য, সহকর্মী বা বন্ধু; কেউ কোনও খোঁজ দেয়নি পুলিশে কিংবা অভিনেত্রীর বাসায়। যদিও না হুমায়রার ফ্ল্যাট মালিক ভাড়া পরিশোধ না করার অভিযোগ দায়ের করতেন পুলিশে, তবে হয় তো এই মৃত্যুর খোঁজ পেতে সময় লাগতো আরও।

বাড়িওয়ালার অভিযোগের সূত্র ধরে ৮ জুলাই করাচি পুলিশ ভাড়ার বিষয়ে সুরাহা করার লক্ষ্যে অভিনেত্রীর অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং সেখান থেকে এই পচাগলা মৃতদেহ উদ্ধার করে।
 
করাচির পুলিশ সার্জন ডাঃ সুমাইয়া সৈয়দ, যিনি ময়নাতদন্ত করেছেন, তিনি নিশ্চিত করেছেন যে, এই অভিনেত্রী বেশ কয়েক মাস আগে মারা গেছেন।

করাচি পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা আরব নিউজকে বলেন, ‘কল ডিটেইল রেকর্ড (সিডিআর) অনুসারে শেষ কলটি ২০২৪ সালের অক্টোবরে করা হয়েছিল। প্রতিবেশীরাও সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে তাকে শেষবার দেখার কথা জানিয়েছেন।’
 
কর্মকর্তারা আরও জানান যে, ২০২৪ সালের অক্টোবরে টাকা পরিশোধ না করার কারণে তার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং অ্যাপার্টমেন্টে কোনও ব্যাকআপ পাওয়ার উৎস ছিল না। 

অন্য একজন তদন্তকারী উল্লেখ করেছেন যে, হুমাইরার বাড়িতে যে খাবার ছিল, সেগুলো অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল।

বলা প্রয়োজন, হুমাইরার মরদেহ তার পরিবার নিতে অস্বীকৃতি জানিয়েছিল বিশেষকরে তার বাবা। তবে, তার ভাই নাভিদ আসগর পরে করাচিতে তার দেহাবশেষ হেফাজতে নিতে আসেন। মৃতদেহটি মারাত্মকভাবে পচে যাওয়ায় এবং শনাক্তযোগ্য না হওয়ায় একটি ডিএনএ পরীক্ষা করা হয়েছিল। এরপর সমস্ত আইনি বিষয় মেনে মৃতদেহটি গ্রহণ করেন অভিনেত্রীর ভাই।

তিনি জানিয়েছেন, হুমাইরা প্রায় সাত বছর আগে লাহোর থেকে করাচিতে চলে এসেছিলেন এবং পরিবারের সাথে দূরত্ব তৈরি করেছিলেন। তিনি প্রায় দেড় বছর ধরে তাদের সাথে দেখা করেননি।

বলা ভালো, হুমাইরা আসগর আলী ২০১৫ সালে বিনোদন জগতে যাত্রা শুরু করেন। তাকে ‘জাস্ট ম্যারিড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’ এবং ‘চাল দিল মেরে’-এর মতো ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া তিনি ‘জালাইবি’, ‘লাভ ভ্যাকসিন’ সিনেমায় অভিনয় করেন। 

২০২২ সালে তিনি এআরওয়াই ডিজিটালে প্রচারিত রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ যোগদানের মাধ্যমে আরও পরিচিতি লাভ করেন।

সূত্র: এনডিটিভি 

Leave a Comment