-20191112100120.jpg) 
                                    ট্রেনযাত্রীদের ঘুম ভাঙ্গে ট্রেনের হঠাৎ বিকট শব্দে
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ১২, ২০১৯
উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের বেশিরভাগ যাত্রীই ঘুমে আচ্ছন্ন, রাত পৌনে ৩টা। ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে বিকট শব্দে ঘুম ভাঙে সবার। কিছুক্ষণ আগেও যেখানে ছিল সুনসান নিরবতা, মুহূর্তের মধ্যেই সেখানে শুরু হয় মানুষের চিৎকার। অনেকেই চলে যান না ফেরার দেশে।
১২নভেম্বর মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশন চট্টগ্রাম ছেড়ে আন্তঃনগর ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯জন মারা যায়। পরে মারা যায় আরো সাতজন।
শেষ রাতের ভয়াবহ এই ট্রেন দূর্ঘটনায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের পেছনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে তিনটি বগি প্রায় চূর্ণবিচূর্ণ। হতাহতদের বেশিরভাগই পিছনের তিন বগির যাত্রী ছিলেন।
দূর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কে/এস





