করোনাঃ স্পেন ন্যাটোর কাছে সাহায্য চেয়েছে!
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ২৫, ২০২০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ন্যাটোর কাছে মানবিক সহায়তা চেয়েছে দেশটি।
দেশটির সরকার লাখো সার্জিক্যাল মাস্ক, গ্লাভস, গাউন, থার্মোমিটারসহ অন্যান্য সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়েছে।
"আমরা ভাইরাস আক্রমণের শুরুর ধাপে রয়েছি, এর থেকে মহামারির সর্বোচ্চ পৌঁছানোর লড়াই শুরু হবে," দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাডর ইলা বলেন।
ইউরোপে ইতালির পর সবচেয়ে বেশি আক্রান্ত দেশ স্পেন।





