লেবু চাষ পদ্ধতি

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ২৪, ২০২১

নিয়মিত লেবু চাষে মিলবে শতভাগ সফলতা। কোন মাটিতে, কী পদ্ধতিতে লেবু চাষ করলে ভালো ফলন হবে এটা জানা যেমন জরুরি। ঠিক তেমনি পরিমাণমত কেমন উপকরণও দিতে হবে তা জানাও জরুরী।

মাটি: হালকা দো-আঁশ ও নিষ্কাশন সম্পন্ন মাটিতে লেবু ভালো হয়।

রোপন পদ্ধতি: গুটি কলম ও কাটিং তৈরি করে মধ্য বৈশাখ ও মধ্য আশ্বিন ( মে-সেপ্টেম্বর ) মাসে ২.৫*২.৫ মিটার দূরত্বে রোপন করা হয়।

আরো পড়ুনঃ আপনার ওজন বাড়াবে প্রতিদিনের যে খাদ্য তালিকা !

সারের নাম সারের পরিমাণ : ইউরিয়া ৪৫০-৫৫০ গ্রাম, টিএসপি ৩৭৫-৪২৫ গ্রাম, এমপি ৩৭৫-৪২৫ গ্রাম, গোবর ১৫-২০ কেজি।

সার প্রয়োগ পদ্ধতি: প্রথম কিস্তি, মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক( সেপ্টেম্বর - অক্টোবর )মাসে। দ্বিতীয় কিস্তি, মধ্যমাঠ ফাগুন ( ফেব্রুয়ারি ) মাসে এবং তৃতীয় কিস্তি, মধ্য থেকে মধ্য আষাঢ় ( জুন) মাসের প্রয়োগ করতে হবে।

অঙ্গ ছাঁটাই: প্রতিবছর মধ্যভাগ থেকে মধ্য কার্তিক (সেপ্টেম্বর - অক্টোবর ) মাসে গাছের অবাঞ্চিত ছাড়া শাখা ছাঁটাই করতে হবে।

পানি সেচ ও নিষ্কাশন: খরা মৌসুমে ২-৩ সেচ প্রয়োগ করা দরকার। জলাবদ্ধতা সহ্য করতে পারে না বিধায় বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের সময় গাছের গোড়ায় যাতে পানি না জমে সেজন্য নানা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

অন্যান্য পরিচর্যা:
লেবুর প্রজাপতি পোকা দমন: পোকার কীড়া পাতা খেয়ে ফেলে। এজন্য ফলন ও গাছের বৃদ্ধি ব্যাহত হয়।

আরো পড়ুনঃ কড়াই মাংস

প্রতিকার:

১. ডিম ও কি রাজত্ব পাতা সংগ্রহ করে মাটির নিচে পুঁতে
পা পুড়ে ফেলতে হবে।

২. ডাইমেক্রন ১০০ ইসি ১ মিলি অথবা সেভিন ৮৫ এসপি ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পরপর প্রয়োগ করতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment