নাগপুর কমলা চাষ পদ্ধতি

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ১৪, ২০২১

নাগপুর কমলা নাম শুনেই বোঝা যায় নাগপুরের মিষ্টি কমলা লেবু। বর্তমানে এ গাছটি ইন্ডিয়ার সব জায়গায় হচ্ছে এবং ফলন ও খুব ভালো। গরম প্রধান জায়গাও এটি ভালো ফলন দিচ্ছে। কোন অসুবিধার সম্মুখীন ছাড়াই।

একটি প্রাপ্তবয়স্ক গাছ থেকে ৩০০ ফল পাওয়া সম্ভব। একটি ফলের ওজন ১৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। উচ্চ ফলনশীল গাছ, গাছটি ঝোপালো, খাটো আকৃতির হয়ে থাকে। অরিজিনাল মাদার গাছ থেকে গ্রাফটিং করা গাছ নিয়ে বসাবেন। ছোট গাছ বসাবেন। বাড়ির টবে ও বসাতে পারেন তবে একটু বড় ড্রাম হলে ভালো হয়।

আরো পড়ুনঃ স্বাস্থ্য সুরক্ষায় বিটরুট চিকেন স্যুপ

ফুল ও ফল আসার সময়: ফেব্রুয়ারি থেকে এপ্রিল ফুল আসে। অক্টোবর থেকে নভেম্বর ফল পাওয়া যায়। মালটা ওঠে এক মাস পর।

মাটি তৈরি করার পদ্ধতি: গর্তটি তৈরি করার সময় গর্তে অল্প চুন দিয়ে দিন। গোবর সার ও মাটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর গড়তে মাটি দিয়ে সেখানে গাছটি বসিয়ে নিন। পানি পরিমাণমতো দিয়ে দিন। হাড়ের গুঁড়ো মাটিতে দিন গাছের জন্য খুব ভালো।

আলো: সূর্যের আলো যাতে পায় ঠিকমতো সেদিকে লক্ষ রাখতে হবে।

সংরক্ষন:
১. গাছের গোড়ায় পানি যেন না জমে সেদিকে লক্ষ রাখতে হবে।

২. ফল ধরার আগে গাছটির কিছু ডালপালা ছেঁটে নির্দিষ্ট আকার দিন যাতে গাছ বেশি উঁচু না হয়ে যায়। ছাতা অংশে বর্দোপেস্ট প্রলেপ দিন পারলে। শুকনো, মরা, রোগ আক্রান্ত ডালপালা কেটে।

৩. গাছের ঠিকমতো বৃদ্ধির জন্য প্রথম ২ বছর ফল না নেওয়ায় ভালো।

আরো পড়ুনঃ যেভাবে বুঝবেন কেউ মিথ্যা বলছে!

৪. গাছের পাতার রং হলুদ বা ফিকে হয়ে গেলে পটাশ ব্যবহার করতে পারেন।

৫. আশেপাশের আগাছা দমন করবেন।

৬. ফল আসার সময় গাছের গোড়ায় পানি দিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment