ছোট বাথরুম বড় করার উপায় জেনে নিন 

  • ওমেন্স কর্নার
  • মার্চ ৭, ২০২৪

আমার বাসার রুমগুলো অনেক বড়, কিন্তু বাথরুম একদমই ছোট। জায়গা একেবারে নেই বললেই চলে। এমন অভিযোগ হরহামেশাই শোনা যায়। এখন হুট করে চাইলেই তো আর ছোট বাথরুমকে ভেঙে বড় করা সম্ভব না। তাই ছোট ছোট কিছু উপায় বেছে নিলেই ছোট বাথরুমকে অনায়াসে বড় করা সম্ভব।

বোল্ডস্কাই ওয়েবসাইটে ছোট বাথরুমকে বড় দেখানোর জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, জেনে নিন কোন উপায়ে ছোট বাথরুমকে বড় করবেন : 

বাথরুমের রং

সব সময় মনে রাখবেন, কন্ট্রাস্ট রঙে বাথরুম অনেক ছোট দেখায়। একরঙা বাথরুম দেখতে অনেক বড় দেখায়। যদি বাথরুমের দেয়ালে ওয়ালপেপার লাগাতে চান তাহলে পুরো দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে ওয়ালপেপার বাছাই করুন। এতে একরঙা একটা ভাব থাকবে। আবার ওয়ালপেপারের কারণে নতুনত্বও থাকবে।

আরো পড়ুন:
ঘরের কাজ সহজ করতে কিছু প্রয়োজনীয় টিপস
বিদ্যুৎ খরচ কম করার উপায়
রঙিন সিলিং

বাথরুমের সিলিংয়ে সাদা বা অফহোয়াইট রং ব্যবহার না করে রঙিন করতে পারেন। দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে সিলিংয়ের রং বাছাই করুন। এতে বাথরুম দেখতে অনেক বড় লাগবে এবং মানাবে বেশ। 

টাইলসের সঠিক রং

টাইলসের ব্যবহারের কারণেও বাথরুম অনেক বড় লাগে। দেয়ালের রঙের সঙ্গে মিলিয়ে টাইলস বাছাই করুন। এমনকি দেয়ালেও একই রং এবং ডিজাইনের টাইলস ব্যবহার করতে পারেন। দেখতে সুন্দর লাগবে। 

বাথটাব এবং শাওয়ার কেসের জায়গা নির্ধারণ

বাথটাব বাথরুমের অনেকটা জায়গা নষ্ট করে। তাই যদি আপনার বাথরুমে জায়গা না থাকে তাহলে বাথটাব না রাখাই ভালো। আর একান্ত ব্যবহার করতে চাইলে বাথরুমের কোনো কর্নার বেছে নিন। ওই জায়গায় টাইলস ব্যবহার করবেন না। চাইলে আপনি বাথটাবের পরিবর্তে শাওয়ার কেস তৈরি করতে পারেন। এটা দেয়ালের এক পাশে লাগাতে পারেন।

আরো পড়ুন:
ছারপোকার জ্বালায় অস্থির? জেনে নিন তাড়ানোর ঘরোয়া উপায়
সিলিং ফ্যান পরিষ্কারের সহজ উপায় জানুন

পুরোটা কাচের গ্লাসে তৈরি হওয়ার কারণে বাথরুমে বাড়তি কিছু লাগিয়েছেন এমন মনে হবে না। বরং কাচের স্বচ্ছতায় দেখতে আরো সুন্দর লাগবে। বাজারে এখন বিভিন্ন ডিজাইন আর শেপের শাওয়ার কেস কিনতে পাওয়া যায়, যা খুব সহজে আপনার বাথরুমে ফিট হবে।

আয়নার ব্যবহার

বাথরুমে সব সময় বড় আয়না ব্যবহার করবেন। পুরো দেয়ালজুড়ে আয়না ব্যবহার করলে বাথরুম দেখতে অনেক বড় লাগে। মনে রাখবেন, ছোট জানালার বিপরীতে আয়না ব্যবহার করবেন। এতে দিনের আলোতে বাথরুমে সূর্যের আলোর প্রতিফলক হবে, যা অনেক বেশি দৃষ্টিনন্দন মনে হবে এবং প্রাকৃতিক একটা আমেজ থাকবে।

বাথরুমের আসবাব

বাথরুমে যতটা সম্ভব কম আসবাব ব্যবহার করাই ভালো। তবে দেয়ালজুড়ে আপনি চাইলে কেবিনেট করে নিতে পারেন। এতে জায়গা নষ্ট হবে না আবার দেখতেও সুন্দর লাগবে এবং বাথরুম অনেক বড় লাগবে।

পোস্ট ক্রেডিট: বোল্ডস্কাই 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment