অকালবোধন কী? অকালবোধন নাম কেন হয়?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ২৭, ২০২২

শারদীয়া দুর্গাপূজাকে অকালবোধন বলা হয়। কালিকাপুরাণ ও বৃহদ্ধর্ম পুরান অনুসারে, রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুসারে, শরৎকালে দেব তারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়টিতে তাদের পূজা যথাযথ সময় নয়।

অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় অকালবোধন। এই দুই পুরাণ অনুসারে, রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দুর্গার বোধন ও পূজা করেছিলেন। কৃত্তিবাস ওঝা, তার রামায়ণে লিখেছেন, রাম স্বয়ং দুর্গার বোধন ও পূজা করেছিলেন।

আরো পড়ুনঃ ইউটিআই কী? ইউটিআই কাদের হয়? এর উপসর্গ কী কী?

তবে রামায়ণের প্রকৃত রচয়িতা বাল্মীকি মুনি রামায়ণে রামচন্দ্র কৃত দুর্গাপূজার কোনো উল্লেখ করেননি। উপরন্তু রামায়ণের অন্যান্য অনুবাদে ও এর কোনো উল্লেখ পাওয়া যায় না।

তবে এই প্রচলিত তথ্য অনুসারে স্মৃতি শাস্ত্রসমূহে শরৎকালে দুর্গাপূজার বিধান দেওয়া হয়েছে। হংসনারায়ণ ভট্টাচার্যের মতে, অকালবোধন শরতের বৈদিক যজ্ঞের আধুনিক রুপায়ন ছাড়া আর কিছুই না।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment