ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কেন বিয়ে হয়নি?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ৩০, ২০২২

রাধা-কৃষ্ণের মধ্যে কোন বৈবাহিক সম্পর্ক ছিল না। তবুও রাধা আর কৃষ্ণকে আলাদা করা যায়নি। মানুষ চিরকাল রাধার পাশে কৃষ্ণকে এবং কৃষ্ণের পাশে রাধাকে দেখে এসেছে। রাধা-কৃষ্ণকে প্রেমের উদাহরণ হিসেবে‌ এখনও ধরা হয়।

কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি। তাঁর অন্য অনেক স্ত্রী থাকলেও কৃষ্ণের পাশে রাধাই স্থান পেয়েছেন। রাধা-কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক রকমের গল্প রয়েছে। কিন্তু রাধা

কেন কৃষ্ণকে বিয়ে করেননি?

আরো পড়ুনঃ আপনার ওজন কমছে, কিন্ত পেট বা কোমরের পরিধির পরিমাপ ঠিক আছে তো ?

জানা যায়, একবার রাধাকৃষ্ণকে বিয়ের কথা বলেছিলেন। কিন্তু সে সময় কৃষ্ণ রাধাকে বলে, 'বিয়ে হয় দুটি মানুষের মধ্যে। কিন্তু তুমি আর আমি তো একজনই। তাহলে কীভাবে এই বিয়ে সম্ভব?'

এ থেকেই স্পষ্ট বোঝা যায়, রাধা-কৃষ্ণের মধ্যে প্রেম কতটা গভীর ছিল। সামাজিক নিয়ম ধর্ম বর্ণ কোন কিছুই প্রেম ভালোবাসার মধ্যে বাধা আসে না। যেখানে স্বামী এবং স্ত্রী শব্দ দুটো আলাদা আলাদা ভাবে উচ্চারিত হয়। রাধা কৃষ্ণের প্রেমে সব কিছুর উর্ধ্বে ছিল। তাই তাঁদের নাম আজও উচ্চারিত হয়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment