কোন কাজগুলো আমাদের কখনো করা উচিত নয়? ( দ্বিতীয় পর্ব )

  • ফারজানা আক্তার 
  • অক্টোবর ২৬, ২০২২

আমরা দৈনন্দিন জীবনে এমনকিছু কাজ করি যা আমাদের কখনো করা উচিত নয়। কোন কাজগুলো আমাদের কখনো করা উচিত নয় সেগুলো কয়েকটি পর্বে পোস্ট করবো। আজ থাকছে প্রথম পর্ব। 

১। সোস্যাল মিডিয়ায় কারো জীবনযাপন দেখে প্রভাবিত হবেন না। এখানে সবাই সবকিছু বাড়িয়ে দেখায়। 

২। বন্ধুদের কথায় কুল সাজতে গিয়ে গড্ডালিকার প্রভাবে গা ভাসাবেন না। 

৩। আত্মসমালোচনায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন। অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকুন। 

৪। নিজেকে সর্বদা অন্যের কাছে প্রমাণ করার কিছু নেই। 

৫। পরিশ্রম করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করুন। হাওয়ার মাধ্যমে ভাগ্য কখনো পরিবর্তিত হবে না। 

আরো পড়ুন : পোশাকের শালীনতা, স্বাধীনতা ও স্বেচ্ছাচার।

৬। নিজের সকল সমস্যার কথা সবাইকে বলে বেড়ানোর প্রয়োজন নেই। হজম করতে শিখুন। সবাই আপনার সমস্যার সমাধান দিতে পারবে না। 

৭। কখনো নিজেকে কোন আসক্তিতে আসক্ত করবেন না। সেটা হতে পারে যে কোন ধরণের নেশা কিংবা পর্নো। এটি আপনার স্বাস্থ্য এবং অর্থ দুইটিই নষ্ট করবে। 

৮। আপনার সন্তানের আচরণ যদি হঠাৎ বদলে যায় সেটি এড়িয়ে যাবেন না। এর যথাযথ কারণ খুঁজে বের করুন এবং সমাধান করুন। 

৯। ডাক্তারের কাছে কখনো মিথ্যা বলবেন না। যদি আপনি ডাক্তারের কাছে মিথ্যা বলেন তাহলে সঠিক চিকিৎসা পাবেন না। 

১০। যারা আপনার সত্যিকারভাবেই কেয়ার করে তাদের কখনো অবহেলা করবেন না। তারা আপনার আপনজন, প্রিয়জন। 

আরো পড়ুন : কোন কাজগুলো আমাদের কখনো করা উচিত নয়? ( প্রথম পর্ব )

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment