আমাদের সকলের জানতে হবে ‍‍`কোথায় আমাদের থামতে হবে!‍‍` 

  • ফারজানা আক্তার
  • জানুয়ারি ২২, ২০২১

মনে করুন আপনি লং ড্রাইভে বের হয়েছেন! নিজেই ড্রাইভ করছেন। ফাঁকা রাস্তা, চারপাশে মনোরম প্রকৃতির দৃশ্য, রোমান্টিক আবহাওয়া। সবকিছু মনের মতো। সবকিছু মনের মতো হওয়াতে আপনি আনন্দে ড্রাইভ করছেন। 

ড্রাইভ করতে করতে কতদূরে চলে গেলেন সেই বিষয়ে খেয়াল রাখলেন না। একটা সময় পর আপনার মনে হলো আপনি অচেনা জায়গায় চলে গিয়েছেন অথবা গাড়ির গ্যাস ফুরিয়ে গেলো অথবা গাড়ির চাকার হায়াত ফুরিয়ে গেলো অথবা অচেনা জায়গায় আপনি ডাকাতের কবলে পড়লেন অথবা মারাত্মক কোন দুর্ঘটনা ঘটে গেলো! 

এখন নিজের ঠিকানায় ফিরবেন কিভাবে ?

 আরো পড়ুন :  মা হতে চাইলে আজই যেসব অভ্যাস ত্যাগ করা উচিত

হয়তো আপনি ফিরবেন, হয়তো আপনি ফিরবেন না! যদি ফিরেন তাহলে কখনো আর লং ড্রাইভে যাওয়ার কথা স্বপ্নেও ভাববেন ? মনের মধ্যে এক অজানা ভয় আর অপরাধবোধ সারাজীবন আপনাকে ভোগাবে। উপরওয়ালা আমাদের স্বাধীনতা দিয়েছেন। সাথে জ্ঞান - বুদ্ধি, বিবেকও  দিয়েছেন। বর্তমানে বেশিরভাগ মানুষ স্বাধীনতায় বিশ্বাসী। বুদ্ধি - বিবেকের সামান্যতম ব্যবহারও তারা করে না। 

একটা কথা আমাদের সকলের খুব ভালোমতো মনে রাখা উচিত। স্বাধীনতা মানে আপনার মন যখন যা চায় সেটা করা নয়। স্বাধীনতা মানে সকল খারাপ কাজ করা নিজের জন্য সহজতর হওয়ার পরেও নিজেকে সেই কাজ থেকে বিরত রাখা।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment