ভ্যাসলিন রোজী লিপ!

  • তানজিলা আক্তার
  • জানুয়ারি ১৩, ২০১৮

অনেকেই একটা ভালো লিপজেল খুঁজে। যেটা শীত বা গরমে সবসময় ব্যবহার করা যাবে। ঠোঁটের ময়েশ্চার ধরে রাখবে, পাশাপাশি ঠোঁট কালো হবে না। কারন এমন অনেক জেল আছে যা ময়েশ্চার ধরে রাখলেও ঠোঁট দিন দিন কালো বানায়। এমন একটা লিপজেল হচ্ছে ভ্যাসলিন রোজী লিপস। এটি গোলাপ ও বাদাম তেল দিয়ে তৈরি করা একটি পেট্রোলিয়াম জেলি। 

যেভাবে ব্যবহার করতে হয়ঃ অন্যসব নরমাল জেলের মতো ঠোঁটে আলতো করে লাগাবেন। আর ভালো ফলাফল পেতে আপনি রাতে ঘুমোনোর আগে চিনি আর মধু দিয়ে ঠোঁট ঘষে স্ক্রাবিং করে নিবেন ৫মিনিট। তারপর ধুঁয়ে, ভ্যাসলিন রোজী লিপ ঠোঁটে লাগিয়ে নিন। 

ব্যবহারের ফলাফলাঃ ভ্যাসলিন রোজী লিপ ব্যবহারে আপনার ঠোঁট শুষ্কতা থেকে রক্ষা পাবে। ঠোঁট কালো হবে না। বরং আপনি টানা এক থেকে দেড়মাস ব্যবহারে দেখবেন আপনার ঠোঁটের কালো ভাব দূর হয়ে ঠোঁট গোলাপী হচ্ছে।

দামঃ ভ্যাসলিন রোজী লিপ আমাদের দেশের না। এটি মেড ইন ইউকে ভার্সনের দাম পড়বে এক থেকে দেড় পাউন্ড। বাংলাদেশি টাকায় কাস্টমস ও ট্যাক্সস চার্জসহ দাম পরবে ১৫০টাকা থেকে ২৫০টাকা। এটির ওজন ২০গ্রাম। 

প্রাপ্তিস্থানঃ ভ্যাসলিন রোজী লিপস আপনি সাধারনত মুদি দোকান বা সুপারশপে পাবেন না। এটি যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি শপিং মলের কসমেটিকসের দোকানগুলোতে পাবেন। এছাড়াও পাবেন আপনি বিভিন্ন অনলাইন শপে।

Leave a Comment