ভিটামিন-ডি পাবেন যেসব খাবারে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ১২, ২০২২

ক্লান্তি বোধ, ক্ষুধামন্দা ও হতাশার কারণও হতে পারে ভিটামিন ডি'র ঘাটতি হলে। সূর্যের আলো থেকে পাওয়া যায় ভিটামিন ডি। জেনে নিন কোন কোন খাবারে মিলবে ভিটামিন ডি...

- দুধে ক্যালসিয়াম ও প্রোটিন ছাড়াও পাওয়া যায় ভিটামিন ডি।

- সপ্তাহে দুই দিন খেতে পারেন তেলযুক্ত সামুদ্রিক মাছ।

আরো পড়ুনঃ পেট খারাপ বা ডায়রিয়ার ঘরোয়া সমাধান

- মাশরুম খেলেও পাওয়া যায় এই ভিটামিন।

- কুসুমসহ ডিম খান। দৈনিক ভিটামিনের চাহিদা অনেকটুকুই পূরণ হবে।

- গরুর কলিজা ও লাল মাংসে পাওয়া যায় ভিটামিন ডি।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment