ঘরের কাজ সহজ করতে কিছু টিপস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ৬, ২০২২

রান্নার চাইতে বেশী সময় লাগে রান্নার সরঞ্জাম গোছগাছ করতে। সময় বাঁচাতে ঘরের কাজ সহজ করতে কিছু জরুরি টিপস জেনে নিন...

- ফ্রিজ থেকে মাখন বের করে গলিয়ে দেওয়ার সময় না থাকলে কুচিয়ে নিন। দ্রুত গলে যাবে মাখন।

- মুরগির মাংস ছিঁড়ে নেওয়ার জন্য কাটা চামচ ব্যবহার করলে অনেক টুকু সময় নষ্ট হয়। হ্যান্ড মিক্সারে লোয়েস্ট সেটিং রেখে কুচি করে নিন মুরগির মাংস।

আরো পড়ুনঃ পিরিয়ডের সময় ব্যায়াম করছেন নাতো ?

- মাছ ভাজার সময় তেল‌ ছিটলে একটু লবণ ছড়িয়ে দিন। তেল আর ছিটবে না।

- লেবু, মাল্টা বা কমলার রস সহজে বের করতে চাইলে মাইক্রোওয়েভে ১৫ সেকেন্ড ঘুরিয়ে নিল।

- মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ একটুকরো কাঁচা পেঁপে দিন।

- আদা ও রসুন বেটে জিপলক ব্যাগে ফ্রিজে রেখে দিন। ব্যবহার করতে সুবিধা হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment