দোকানের স্টাইলে বানিয়ে ফেলুন মালাই চা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ১৫, ২০২২

খুব সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলতে পারবেন মালাই চা। একদম দোকানের স্টাইলে তৈরি করে নিতে পারবেন।

উপকরণঃ

- লবঙ্গ ৮টি,

- গোলমরিচ ৬ থেকে ৮টি,

- সবুজ এলাচ ৬ থেকে ৮টি,

- দারুচিনি স্টিক ২ থেকে ৩টি (ছোট),

আরো পড়ুনঃ দেয়াল সাজানোর সহজ কিছু আইডিয়া

- আদা পেস্ট আধা চা চামচ,

- জয়ফল ১/৪ চা চামচ,

- দুধ ১ কাপ,

- পানি ১ কাপ,

- আদা ১ ইঞ্চি,

- চা পাতা ১ টেবিল চামচ,

- চিনি স্বাদমতো।

পদ্ধতিঃ লবঙ্গ, গোলমরিচ, সবুজ এলাচ ও দারুচিনি একসঙ্গে পিষে নিন। একদম মিহি গুঁড়া করার দরকার নেই। আদা পেস্ট ও জয়ফল গুঁড়া নিন।

আরো পড়ুনঃ মানসিক চাপ বাড়ে আপনারই অভ্যাসে

প্যানে দুধ ও পানি গরম করুন। আদা ও চা পাতা দিন। তৈরি করা মসলা আধা চা চামচ দিয়ে দিন। বাকি মসলা সংরক্ষণ করতে পারেন মুখবন্ধ বয়ামে।

চায়ের মিশ্রণ ফুটে উঠলে জ্বাল কমিয়ে ৪ থেকে ৫ মিনিট চুলায় রাখুন। পরিশেষে, চা নামিয়ে কাপে ছাকনি দিয়ে ছেকে পরিবেশন করুন গরম গরম মালাই চা।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment