হাঁড়ি-পাতিলের পোড়া দাগ তুলুন সহজ উপায়ে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ১২, ২০২২

রান্না করতে গিয়ে হাঁড়ি বা কড়াই পুড়ে গেলে দাগ উঠতে চায় না সহজে। কিছু টিপস অনুকরণ করলে সহজেই দূর করতে পারবেন পোড়া দাগ।

- ডিশওয়াশারের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে নিন। সঙ্গে একটু লেবুর রসও দিতে পারেন। এবার ভালো করে ঘসুন। উঠে যাবে দাগ।

- পুড়ে যাওয়া পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। কিছুক্ষণ ফোটালে দাগ কমে আসবে অনেকটাই। বাসন পরিষ্কারের সাবানের সাহায্যে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।

আরো পড়ুনঃ ভালোবাসার মানুষকে না পাওয়া খুব কি কষ্টের !

- খাবারের দাগ লাগা পোড়া কড়াইতে পানি ও লেবু একসঙ্গে ফুটিয়ে নিন। কিছুক্ষণ পর নামিয়ে পরিষ্কার করে ফেলুন।

- এক চা চামচ বেকিং সোডা, ২ চা চামচ লেবুর রস এবং দুই কাপ গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন কড়াই। এরপর স্টিলের স্ক্রাবার দিয়ে বসে বসে পরিষ্কার এরপর স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment