বছরজুড়ে সংরক্ষণ করুন কদবেলের আচার

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ৬, ২০২২

টক-ঝাল কদবেলের আচার খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যগুণ সমৃদ্ধ। কদবেলের আচার বানিয়ে বছরজুড়ে সংরক্ষণ করুন সহজ উপায়ে।
আসুন জেনে নেই রেসিপি...

উপকরণঃ

- পাকা কদবেল ৩টি,

- সরিষার তেল আধা কাপ,

- রসুন ১ টেবিল চামচ (থেঁতো করা),

- শুকনা মরিচ ১টি,

আরো পড়ুনঃ চুল পড়া রোধ ও চুল গজাতে সাহায্য করে কফি

- সাদা ভিনেগার ১/৩ কাপ,

- চিনি স্বাদমতো,

- লবণ আধা চা চামচ,

- বিট লবণ ১ চা চামচ,

- টালা শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ,

- পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ।

প্রস্তুত প্রণালীঃ কদবেল ভালো করে মেখে নিন দুই হাত দিয়ে। চুলায় সরিষার তেল দিয়ে গরম করুন। রসুন ও শুকনা মরিচ কুচি দিয়ে দিন। নেড়েচেড়ে মেখে রাখা কদবেল দিন। কয়েক মিনিট নেড়ে ভিনেগার ও চিনি দিন। চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবেন।

আরো পড়ুনঃ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনুন ঘরোয়া ফেসপ্যাকে

লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া ও পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। তেল ভেসে ওঠার আগ পর্যন্ত চুলায় রাখুন। মাঝে মাঝে নেড়ে দিবেন কয়েকবার।

প্যানের গা ছেড়ে দিলে ও তেল ভেসে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন। মুখ বন্ধ কাঁচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দিন। বছরজুড়ে ভালো থাকবে আচার।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment