সকালে সময় বাঁচাবে রাতের যেসব টিপস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৭, ২০২২

সকালে সময় বাঁচাতে রাতে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। এতে সকালে কম সময়েই সারতে পারবেন জরুরী কাজগুলো।

- রাতে পাস্তা সেদ্ধ করে রাখুন। ৫ কাপ পানি দিন বড় একটি প্যানে। স্বাদমতো লবণ ও অল্প অলিভ অয়েল দিন। পানি ফুটে উঠলে দুই কাপ পাস্তা দিয়ে দিন। পাস্তা সেদ্ধ হলে নামিয়ে ফ্রিজে রেখে দিন। পরদিন পছন্দের সবজি দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন নাস্তা অথবা শিশুর টিফিন।

আরো পড়ুনঃ অতিরিক্ত সময় ফোন চালানো বন্ধ করবেন যেভাবে

- মুগডাল সেদ্ধ হতে সময় লাগে বেশি। রাতে মুগডাল পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে বানিয়ে ফেলুন খিচুড়ি।

- আলু সেদ্ধ করে নিন রাতে। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন। সকালে ঝটপট বানিয়ে ফেলুন আলু পরোটা অথবা কাটলেট।

- আধা লিটার দুধ ফুটিয়ে চুলা বন্ধ করে দিন। গরম দুধে তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে নেড়ে নিন। এরপর মিশ্রণটি পাতলা কাপড় দিয়ে ঝুলিয়ে রাখুন সারারাত। সকালে ঘরে তৈরি পনির পরিবেশ করুন স্যান্ডউইচ এর সাথে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment