রাঙা আলুর চাটনি রেসিপি
- ওমেন্স কর্নার
- মে ২৬, ২০২৩
রাঙা আলু বা মিষ্টি আলুর চাটনি খেতে দারুন লাগে। বিশ্বাস না হলে একদিন বানিয়ে চেখে দেখুন। খুবই মজাদার খেতে। তাছাড়া মিষ্টি আলু খাদ্যতালিকাগত ফাইবার এবং ভিটামিন এ, সি, এবং বি ৫ এবং ক্যালোরিতে খুব কম যা ওজন কমাতে সাহায্য করে। সেদ্ধ তো আর খেতে ভাল লাগে না সবসময়, আর এর স্বাদও আলুর চেয়ে ভিন্ন কিছুটা। আজ জেনে নিন রাঙা আলুর চাটনি রেসিপি।