এক আলু দিয়েই তৈরি করুন ১০-১৫টি চপ

  • ওমেন্স কর্নার
  • মার্চ ২৪, ২০২৪

মাত্র একটি আলু দিয়েই তৈরি করতে পারবেন ১০-১৫টি চপ। আর এটি তৈরি করতে সময় লাগবে অল্প। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

আলুর চপ তৈরির উপকরণ:

১. আলু মাঝারি সাইজের ১টি
২. আদা বাটা ২ টেবিল চামচ
৩. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৪. মরিচের গুঁড়া ২ চা চামচ
৫. বেসন ২৫০ গ্রাম
৬. লবণ
৭. হলুদের গুঁড়া সামান্য ও
৮. ডিম ১টি।
আরো পড়ুন:
বিফ মুঠো কাবাব তৈরির রেসিপি
ডিমের জালি কাবাব তৈরির রেসিপি
অল্প সময়ে তৈরি করুন চিজি পটেটো নাগেটস

আলুর চপ তৈরির পদ্ধতি:

প্রথমে আলু পাতলা স্লাইস করে কেটে নিন। এবার ভালো করে বেসনের বেটার তৈরি করে নিতে হবে। এজন্য প্রথমে বেসনে লবণ ও অল্প তেল মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।

তারপর সামান্য পানি দিয়ে বেসনের বেটার তৈরি করে নিন। ডিম ফেটিয়ে মিশিয়ে দিন বেটারে। তারপর সব মসলা উপকরণ মিশিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন বেসনের বেটার যেন খুব বেশ পাতলা না হয়, অনেকটা ঘন করে তৈরি করুন।

অন্যদিকে তেল গরম করে নিন। তারপর আলুর স্লাইসগুলো বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ছেড়ে দিন। অল্প আঁচে আলুর চপ ভাজতে হবে।

এপিঠ-ওপিঠ উল্টে গাঢ় বাদামি করে ভেজে নিন। তারপর তুলে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার আলুর চপ। 

পোস্ট ক্রেডিট: জাগোনিউজ২৪
 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment