ঝালপ্রেমীদের ঝাল সবজি ভাপা পিঠা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ২৪, ২০২০

উপকরণঃ

- চালের গুঁড়ি আধা কেজি,

- ধনেপাতা ১ কাপ,

- পেঁয়াজ কুচি ১ কাপ,

- কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ,

- গাজর ১ কাপের ৪ ভাগের তিন ভাগ,

- লবণ সামান্য।

আরো পড়ুনঃ কারা আক্রান্ত হতে পারে টাইপ-২ ডায়াবেটিস এ!

যেভাবে তৈরি করবেনঃ

১. ভাপা পিঠার নিয়মে চালের গুঁড়ি ও পিঠার হাঁড়ি তৈরি করে নিন।

২. ধনেপাতা, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি সামান্য লবণ দিয়ে মেখে নিন।

৩. ভাপা পিঠার নিয়মে ভেতরে ধনেপাতার পুর ভরে পিঠা বানিয়ে নিন।

৪. গরম গরম পরিবেশন করুন হাঁস বা গরুর ভুনা মাংসের সঙ্গে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment