
অটোরিকশার ডিজাইনে তৈরি ব্যাগটির দাম ৩৫ লাখ টাকা
- ওমেন্স কর্নার
- জুলাই ১২, ২০২৫
ব্যাগ নিয়ে নারীদের কত কত চিন্তা। কোন পোশাকের সঙ্গে কোন ব্যাগ মানাবে তা নিয়ে চলে নানা বাছবিচার। এমন ফ্যাশন সচেতন নারীদের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান লুই ভিতোঁর এনেছে অটোরিকশার ডিজাইনে তৈরি ব্যাগ।
এই ব্যাগ সবার নজর কাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ব্যাগের দাম শুনে যে কারো মাথা ঘুরতে বাধ্য।
চলতি বছরের স্প্রিং সামার কালেকশনের নতুন সংযোজন হিসেবে লুই ভিতোঁর ব্যাগটি এনেছে। ব্যাগটি দেখতে একেবারে অটোরিকশার মতো। এটির রঙ একেবারে লুই ভিতোঁর লোগো লাগানো চামড়ার মতো। চেন লাগানো হ্যান্ডব্যাগটির দাম ৩৫ লাখ টাকা।
সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ব্যাগ। ব্যাগটির লুক নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কে কিনবে এই ব্যাগ, সেটিই তাদের প্রশ্ন। কেউ কেউ আবার ব্যাগের দাম শুনে অবাক। রসিকতা করে কেউ বলছেন, স্থানীয় কোনো প্রতিষ্ঠান সস্তায় এই ব্যাগ আনে কি না, সেদিকে খেয়াল রেখেছেন। আবার অনেকে এই ব্যাগ দেখে বেজায় চটেছেন। তাদের মতে, ওই প্রতিষ্ঠান সম্ভবত এভাবে মধ্যবিত্তদের খানিকটা অপমানই করেছে। কারণ অটোরিকশায় চড়ে মধ্যবিত্তরা প্রতিদিন ভিড় ঠেলে অফিসে যান। অথচ সেই অতি গুরুত্বপূর্ণ যানটিকে বড়লোকেদের বিলাসের অঙ্গ করে তুলেছে প্রতিষ্ঠানটি।
লুই ভিতোঁর ব্যাগ আগেও সাড়া ফেলেছে। এখন ফরাসি ব্র্যান্ডের অটোরিকশা ডিজাইনের ব্যাগ নিয়েও আলোচনার শেষ নেই।