খুশকি দূর হবে রসুনের প্যাকে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৬, ২০২২

রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা মাথার ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাতে সাহায্য করে। ফলে খুশকি কমে। এছাড়া চুলের বৃদ্ধিতেও সহায়ক রসুন। আসুম জেনে নেই, রসুনের ৩টি হেয়ার প্যাক সম্পর্কে...

১. রসুন ও নারকেলের তেলঃ নারকেল তেলের সাথে কয়েক কোয়া রসুন মিশিয়ে গরম করে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ উপস্থিত বুদ্ধি নিয়ে বিখ্যাত ব্যক্তিদের মজার কিছু ঘটনা। 

২. রসুন ও মধুঃ খুশকি দূর করতে কয়েক কোয়া রসুন পিষে নিন। সামান্য মধু মিশিয়ে চুলের গোড়ার লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩. রসুন ও অলিভ অয়েলঃ রসুনের কয়েকটি কোয়া সামান্য থেঁতো করে অলিভ অয়েলের সাথে মেশান। মিশ্রণটি গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment