সংবেদনশীল ত্বকের জন্য প্রয়োজন আলাদা যত্ন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ১১, ২০২২

ত্বকের যত্ন নেওয়ার আগে অবশ্যই জানতে হবে ত্বকের ধরন সম্পর্কে। কেননা, ত্বকের ধরন অনুযায়ী যত্ন না নিলে হতে পারে হিতে বিপরীত।

যেমন, কারোর কারোর ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয়। এ ধরনের ত্বকে খুব ঘন ঘন র‍্যাশ বা চুলকানি দেখা দিতে পারে। এছাড়া অল্পতেই সংবেদনশীল ত্বক রোদে পুড়ে যায়। অনেক সময় নির্দিষ্ট কোন উপাদান যেমন, লেবু বা বেকিং সোডা আবার মধুতে দ্রুত খুলে যেতে পারে বা ফুসকুড়ি উঠতে পারে।

আরো পড়ুনঃ ত্বকের যত্নে লেবুর ৫ ব্যবহার

এজন্য অবশ্যই জেনে বুঝে তারপর ব্যবহার করতে হবে বিভিন্ন প্যাক। জেনে নিন সংবেদনশীল ত্বকের যত্নে কি করবেন এবং কি করবেন না।

- গরম পানি ত্বকে লাগাবেন না। ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। চাইলে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন।

- নিয়মিত স্ক্রাবিং ত্বকের জন্য খুবই প্রয়োজনীয়। পেটের ময়লা ও মরা চামড়া দূর হয়। এত সংবেদনশীল ত্বক যাদের তারা খুব ঘনঘন স্ক্রাবিং না করলেই ভালো করবেন। সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন স্ক্রাব।

আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে পারফিউম বানানোর পদ্ধতি

- ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরী। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ও গোসলের পরে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

- সংবেদনশীল ত্বক খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাই অবশ্য‌ই নিয়মিত সানস্ক্রিন লোশন ব্যবহার করতে পারেন। সম্ভব হলে হালকা সঙ্গে ছাতা রাখবেন।

- ত্বকে সব সময় কম ক্ষারযুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন। ভেষজ বা মাইল্ড ক্লিনজার ব্যবহার করতে পারেন ত্বক পরিষ্কার করার জন্য।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment