চুল পড়ছে ? মাত্র দুই উপকরণেই মিলবে সমাধান

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ১৩, ২০২২

খুশকি, পুষ্টিকর খাবার না খাওয়া, ধুলোবালি, অযত্ন কিংবা নানান কারণে ধরে যেতে পারে চুল। অনেক সময় চুল প্রয়োজনীয় পুষ্টি না পেলেও দ্রুত ছড়িয়ে পড়ে।

আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন

চুলে পুষ্টি জোগাতে ব্যবহার করতে পারেন সহজ একটি প্যাক। যা তৈরি করা খুবই সহজ। নিয়মিত ব্যবহারে চুল হবে মজবুত ও ঝলমলে।

কলা ও ডিমের প্যাকঃ মাথার ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ও ময়লা দূর করতে সাহায্য করে এই প্যাক। কলায় থাকা পটাশিয়াম চুলের বৃদ্ধি দ্রুত করে। ডিমে থাকা প্রোটিন চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। আসুন জেনে নিন কিভাবে বানাবেন এই প্যাক...

আরো পড়ুনঃ সহজ উপায়ে বানিয়ে ফেলুন আমলকির জেলি

প্রথমে একটি কলা ভালো করে চটকে নিন। এর সাথে ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। শাওয়ার ক্যাপ পড়ে অপেক্ষা করুন ১ ঘন্টা।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment