দুই প্যাকেই দূর হবে চুলের তেলতেলে ভাব

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ১৫, ২০২২

চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করতে দুটো ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। চলুন জেনে নেওয়া যাক-

কলা, মধু ও লেবুর প্যাক: একটি পাকা কলা ভালো করে চটকে নিন। ৪ টেবিল চামচ পাকা কলার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন।

আরো পড়ুনঃ দীর্ঘ সময় মাস্ক ব্যবহারে ত্বকে ব্রণ হচ্ছে? জানুন উপায়

মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শাওয়ার ক্যাপ পরে ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার ব্যবহার করুন এই প্যাক।

স্ট্রবেরি, নারকেল তেল ও মধুর প্যাক: কয়েকটি স্ট্রবেরি ভালো করে থেঁতো করে নিন। এর সঙ্গে মেশান ১ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ মধু।

আরো পড়ুনঃ যে গাছেরা গরমে আপনার ঘর ঠান্ডা রাখবে!

মিশ্রণটি মাথার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার কিংবা দুই বার ব্যবহার করুন চুলের অতিরিক্ত তেল দূর করতে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment