মেছতা দূর হবে ঘরোয়া ২ উপাদানে!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ২৬, ২০২২

হাতের কাছে থাকা উপাদান দিয়ে আপনি মেছতার গাঢ় দাগ ধীরে ধীরে হালকা করতে পারবেন। আসুন জেনে নেই বিস্তারিত...

হলুদঃ প্রায় সবার রান্নাঘরেই থাকে হলুদ। রান্নায় এমনকি রূপচর্চাও যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি। হলুদে থাকা কার্কিউমিন ত্বকের জন্য খুবই উপকারী। হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি মুটাগেন থাকে। এ দুইটি উপাদানই ত্বকের প্রদাহ কমায়।

আরো পড়ুনঃ চকলেট পেস্ট্রি কেক

লেবুর রসঃ লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং অ্যাজেন্ট থাকে। ত্বকের যে কোন কালচে দাগ হালকা করে দিতে পারে এটি। সরাসরি ত্বকে লেবুর রস ব্যবহার করবেন না। এর সঙ্গে যে কোন ফেসমাস্ক ব্যবহার করুন।

এছাড়াও হলুদের গুঁড়ার সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। মেছতা প্রতিকারের এসব ঘরোয়া টোটকা ব্যবহারের পাশাপাশি আরো কিছু বিষয় মেনে চলা জরুরী। যেমন- ত্বক নিয়মিত পরিষ্কার রাখা এবং দৈনিক পর্যাপ্ত পানি পান করা।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment