চুল ভেঙ্গে যাওয়া রোধ করবে যে ৫ তেল

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ১২, ২০২২

প্রয়োজনীয় পুষ্টির অভাব, অযত্ন ও রুক্ষতার কারণে চুল ভেঙ্গে যেতে পারে। এ ধরনের চুল দ্রুত ঝরে পড়ে। আগা ফেটে যাওয়া কিংবা চুল ভেঙ্গে যাওয়া রোধ করতে কয়েকটি তেল নিয়মিত ম্যাসাজ করতে পারেন চুলে।

১. চুলের যত্নে অনন্য আমন্ড অয়েল বা বাদামের তেল। এতে রয়েছে প্রোটিন, ওমেগা ৯ ফ্যাটি এসিড এবং ভিটামিন ই। শুষ্ক ও ভঙ্গুর চুলে প্রাণ ফেরাতে পারেন আমন্ড অয়েল।

২. শুষ্ক ও রুক্ষ চুলের নিয়মিত মেসেজ করুন নারিকেল তেল। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই চুল ভেঙ্গে যাওয়া প্রতিরোধ করতে সাহায্য করে।

আরো পড়ুনঃ হঠাৎ বুক ধরফর ইঙ্গিত দেয় বিভিন্ন সমস্যার!

৩. শুষ্ক চুল ঝলমলে করতে সাহায্য করে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল। এতে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং ফলিক অ্যাসিড চুলের প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে।

৪. পুদিনার তেল ম্যাসাজ করতে পারেন চুলে। এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান চুলের বৃদ্ধি বাড়ায় পাশাপাশি চুল ভেঙে যাওয়া আটকায়।

৫. ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ব্যবহার করুন চুলের যত্নে। নিয়মিত ব্যবহারে ফিরবে চুলের স্বাভাবিক সৌন্দর্য। কমবে আগা ফেটে যাওয়ার প্রবণতাও।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment