রূপচর্চায় কলার খোসা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • অক্টোবর ৫, ২০২১

কলার নানা পুষ্টিগুণের কথাতো সবাই জানেন কিন্তু কলার খোসার আর কি কাজ! এই ভেবে কলা খেয়ে খোসাটা ফেলে দেই আমরা সবাই। এটি কিন্তু আসলে ফেলনা জিনিস নয়। অনেক কাজে লাগাতে পারেন ফেলে দেয়া কলার খোসাকে বিশেষ করে রূপচর্চায় এটি খুবই মূল্যবান। আসুন তাহলে জেনে নেই কলার খোসার নানা ব্যবহার।

ব্রণ দূর করতে: ছোট ছোট ব্রণকে তাৎক্ষণিকভাবে দূর করতে সাহায্য করবে কলার খোসা। কলার খোসার ভেতরের অংশটি দিয়ে ব্রণের ওপর ঘষতে থাকুন কিছুক্ষণ পর দেখবেন ব্রণ কোথায় মিলিয়ে গেছে।

আরো পড়ুনঃ লটকন খেলে কি হয়?

পোকামাকড়ের কামড়: মশা বা পোকামাকড়ের কামড়ের ফলে ত্বকে এক ধরনের জ্বলুনি বা চুলকানি হয়। কলার খোসার ভেতরের দিকটা আক্রান্ত স্থানে ঘষুন দেখবেন জ্বলুনি বা চুলকানি একদম কমে গেছে।

দাঁত সাদা করতে: কলার খোসার ভেতরের অংশ দাঁতের ঘষতে থাকুন ২ মিনিট ধরে। ৫ মিনিট অপেক্ষা করে এরপর নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলুন। মাত্র ৭ দিনেই দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।

মসৃণ ত্বকের জন্য: মুখ মন্ডল শুষ্ক আর খসখসে হওয়ায়, কলার খোসার ভেতরের অংশ মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ ও মোলায়েম হয়ে গেছে।

জুতা চকচকে করতে: শু পালিশ এর পরিবর্তে ব্যবহার করতে পারেন কলার খোসা। প্রথমে জুতায় ময়লা লেগে থাকলে তা পরিষ্কার করে নিন। এবার পাকা কলার খোসার ভেতরের অংশটা দিয়ে জুতা ওপরে ঘষুন অন্তত ৫ মিনিট। দেখবেন চকচকে হয়ে উঠতে শুরু করেছে জুতা। এবার একটি পাটনা পরিষ্কার কাপড় দিয়ে জুতা জোড়া ভালো করে মুছে নিন।

আরো পড়ুনঃ বালুসাই তৈরির সহজ রেসিপি

স্ক্র্যাচ দূর করতে: সিডি বা ডিভিডি তে কিছুদিনের মধ্যেই স্ক্যাচ পড়ে নষ্ট হয়ে যায়। সিডি চলতে চায়না, ডিভিডির ভিডিও আটকে আটকে যায়। এ সমস্যার সমাধান করতে কলার খোসার ভেতরের অংশটি দিয়ে সিডি বা ডিভিডি ভালো করে ঘষে নিন। দেখবেন স্ক্যাচ একেবারেই চলে গেছে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment