কর্পূর দিয়ে যেভাবে দ্রুত সারাবেন ব্রণ

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ২৭, ২০২২

ব্রণের সমস্যায় নারী-পুরুষ উভয়েই ভোগেন। অনেকের ত্বকে এক বা দুটি ব্রণ হয় দুদিনের সেরে যায়। আবার কারো কারো মুখ ভর্তি ব্রণ বের হয়। যা ত্বকে ব্যথা ও যন্ত্রণা সৃষ্টি করে। এরপর ব্রণের দাগ বসে যায় ত্বকে। এমনকি ত্বক গর্ত পর্যন্ত হয়ে যায় ব্রণের কারণে।

ব্রণ সারাতে কত জন‌ই না কত কিছু ব্যবহার করেন ত্বকে। তবুও ব্রণ সারানো যায় না। এজন্য ভরসা রাখতে পারেন কর্পূর এর। সিনামোম ক্যাম্পোরা নামের একটি গাছ থেকে পাওয়া যায় কর্পূর। এতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য স্বাস্থ্যের পাশাপাশি আপনার সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভাবে কাজ করে। জানেন কি, কর্পূর দিয়ে দ্রুত সারানো যায় ব্রণ। তবে ত্বকের ওপর কর্পূরের ব্যবহার একটু আলাদা।

আরো পড়ুনঃ মসুর ডালের কাবাব তৈরির রেসিপি

কর্পূর একটি প্রাকৃতিক উপাদান। তাই এটি অন্যান্য কৃত্রিম উপাদান এর চেয়ে বেশি শক্তিশালী। জেনে নিন কিভাবে ব্যবহার করবেন কর্পূর।

- কর্পূরের গুঁড়া করে নিন পাউডারের মত। এবার কর্পূর এর সঙ্গে সামান্য অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণটি ব্রণের ওপর লাগান। পুরো মুখে লাগাবেন না।

- তৈলাক্ত ত্বকের সমস্যাতে কর্পূর ব্যবহার করতে পারেন। এজন্য এক চিমটি কর্পূরের গুঁড়া সঙ্গে এক চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন। এবার এতে অল্প পরিমাণ গোলাপজল দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করুন।

ফেসপ্যাকটি সারা মুখে লাগান। ১৫ মিনিট রাখার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ওপেন পোর্সের সমস্যা দূর করে। এর পাশাপাশি অতিরিক্ত সিবামকেও নিয়ন্ত্রণে রাখে।

আরো পড়ুনঃ মশা তাড়ানোর সহজ ঘরোয়া উপায়

-শীতকালে অনেকেরই ত্বকে দেখা দেয় ফুসকুড়ি। এ সমস্যা দূর করতে নারকেল তেলের সঙ্গে সামান্য কর্পূর মিশিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করুন। এতে উপস্থিত অ্যান্টিসেপটিক ও অ্যান্টি প্রুরিটিক বৈশিষ্ট্য ত্বকের জ্বালাভাব নিয়ন্ত্রণ করে। আপনি চাইলে বডি লোশন এর সঙ্গে কর্পূরের গুঁড়া মিশিয়ে ব্যবহার করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment