চুলে সরিষার তেল ব্যবহারে কি হয় জানেন?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ২৭, ২০২২

চুলের যত্নে নারকেল তেল অনেক উপকারী। তবে জানেন কি শুধু নারকেল তেল নয়, চুলের যত্ন নিতে সরিষার তেল সমানভাবে উপকারী। তবে অনেকেই সরিষার তেল চুলে ব্যবহারে ভয় পান যদি চুলের কোন ক্ষতি হবে এই ভেবে।

জানলে অবাক হবেন, সরিষার তেলে আছে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেল, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, কে ও ই। সরিষার তেল চুল পড়া রোধ করে।

এতে আরো থাকে জিংক, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড। যা চুল বৃদ্ধি করতেও সাহায্য করে। স্ক্যাল্পে সরিষার তেল ব্যবহারে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের গোড়া মজবুত হয়।

আরো পড়ুনঃ অতিরিক্ত ভিটামিন ডি যেসব রোগের ঝুঁকি বাড়ায়

এন্টিফাঙ্গাল হিসেবেও সরিষার তেল উপকারী। খুশকি ও মাথার ত্বকে চুলকানি থেকেও রক্ষা করে এই তেল। জেনে নিন চুলে কিভাবে ব্যবহার করবেন সরিষার তেল।

- একটি পাত্রে সরিষার তেল ও অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্যাল্পে ভালোভাবে মিশ্রণটি ম্যাসাজ করুন। আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

- একটি পাত্রে সরিষার তেল, লেবুর রস ও ধনে গুঁড়া একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। সপ্তাহে তিন দিন এটি মাস্ক হিসেবে চুলে ব্যবহার করুন। আধা ঘন্টার মত রেখে চুলে শ্যাম্পু। এতে চুল হবে মজবুত।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment