শিশুকে শোয়ানোর সময় সচেতন হোন

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুন ২৬, ২০১৮

ছোট শিশুরা কথা বলতে পারেনা।  বলতে পারেনা তাদের সুবিধা-অসুবিধা।  তাই তাদের শোয়ানোর ক্ষেত্রে সচেতন থাকতে হবে।  এ ক্ষেত্রে অসাবধান হলে শ্বাসরোধে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। শিশুকে কখনোই উপুড় করে শোয়ানো উচিত নয়, চিত বা কাত করে শোয়াতে হবে। বমি বেশি হলে বাঁ কাত করে শোয়ালে ভালো হয়। এতে পাকস্থলী ও খাদ্যনালির সংযোগস্থলে চাপ বাড়ে এবং বমি কম হয়।

সদ্যোজাত শিশুর ঘুমানোর সময় ঘাড় বা গলা যেন বেঁকে না যায় বা ভাঁজ না পড়ে। ঘুমের মধ্যে নাকে শব্দ হলে বুঝতে হবে শ্বাসনালিতে বাধা তৈরি হচ্ছে। নবজাতকের জন্য বিশেষভাবে তৈরি বালিশ ব্যবহার করলে ভালো। কাপড়কে পুঁটলির মতো গোল করেও মাথার নিচে দেওয়া যায়।

মাঝেমধ্যে এপাশ-ওপাশ করে দিন। মুখের কাছে কাপড়, কাঁথা রাখবেন না। এগুলো শিশুর নাকে বা মুখের ওপর পড়ে শ্বাস বন্ধ করে দিতে পারে। বিছানার যে পাশে দেয়াল আছে, তার কাছাকাছি শোয়ান। দেয়াল না থাকলে বালিশ দিয়ে রাখুন, যাতে শিশু পড়ে না যায়। ঘুমিয়ে পড়লেও শিশুকে কখনো একা রেখে যাবেন না।

আর/এস 

Leave a Comment