বাড়িতে ওরস্যালাইন না থাকলে বিকল্প কী কী দেওয়া যায়?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • জুলাই ১১, ২০১৮

ওরস্যালাইন খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে দেহের লবণপানির শূন্যতা দূর করা। প্রায় একই ধরনের কার্যকারিতা পাওয়া যাবে ভাতের মাড়, চিড়ার পানি বা ডাবের পানি দিলে। এতে ওআরএসের প্রায় সমপর্যায়ের লবণ উপাদান রয়েছে, যদিও খানিকটা তারতম্য তো আছেই। অথবা বাড়িতে পরিষ্কার নিরাপদ পানিতে লবণ ও গুড় বা চিনি মিশিয়ে স্যালাইন তৈরি করে নেওয়া যায়।

আর।এস 

Leave a Comment