গর্ভাবস্থায় কি ঋতুস্রাব হতে পারে?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ১, ২০১৮

কিছু মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু সময় এতটাই রক্তপাত হয় যে সেটা ঋতুস্রাবের মতোই মনে হয় । কিন্তু গর্ভাবস্থায় রক্তপাত ও ঋতুস্রাব এক জিনিস নয় ।রজঃস্রাব তখনই হবে যখন আপনি গর্ভধারণ করেননি: প্রতি মাসে আপনার জরায়ু একটি ডিম্বাণুকে নিষিক্ত করার প্রস্তুতিস্বরূপ একটি পুরু রক্ত-সমৃদ্ধ আবরণ তৈরী করে । আপনি যদি সেই সময় গর্ভধারণ না করে থাকেন, তাহলে আপনার শরীর এই কোষ এবং রক্ত নির্গত করে দেয় – এটাকেই ঋতুস্রাব বলে ।

কিন্তু একবার যখন এই জরায়ুজ আস্তরণে একটি ডিম্বাণু নিষিক্ত হয়ে যায়, তখন আপনার শরীরের হরমোন আপনার ক্রমবর্ধমান শিশুর ভারবহন করার জন্য এই রক্ত -সমৃদ্ধ কোষটিকে অটুট থাকার নির্দেশ দেয় আর আপনার শরীরও এটিকে আর নির্গত করে না যার ফলে, আপনার সন্তান ভূমিষ্ঠ না হওয়া অব্দি আপনার ঋতুস্রাব বন্ধ থাকে ।

গর্ভাবস্থায় রক্তক্ষরণ বিভিন্ন কারণে ঘটতে পারে, যার মধ্যে কিছু গুরুতর কারণ হতে পারে আবার কিছু নাও হতে পারে । মাসিকের কয়েক সপ্তাহ আগে কিছু মহিলাদের হালকা রক্তপাত বা স্পটিং হতে পারে যেটিকে তারা ভুলবশতঃ ঋতুস্রাব ভেবে বসতে পারেন ।

আর/এস 

Leave a Comment