সন্তান প্রসবের কতদিন পর মাসিক শুরু হয়?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • নভেম্বর ২২, ২০১৮

প্রশ্ন : সন্তান প্রসবের কতদিন পর মাসিক শুরু হয়?

উত্তর : প্রায় প্রত্যেক মায়েরই এটি একটি সাধারণ প্রশ্ন, বিশেষ করে যারা প্রথম মা হয়েছেন। বাচ্চা হওয়ার পর মাসিক কবে হবে, বিষয়টা সিজারিয়ান বা নরমাল ডেলিভারির উপর নির্ভর করেনা। এটা নির্ভর করে শিশুকে দুধপান করানোর উপর।  মা যদি শিশুকে ফিডার ও মাঝেমধ্যে বুকের দুধ খাওয়ায় তাহলে ৫-৬ সপ্তাহের মধ্যেই মাসিক শুরু হবে। আর যদি রাত দিন শুধু বুকের দুধ খাওয়ায় তাহলে মাসিক শুরু হতে প্রায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত লেগে যেতে পারে।  অর্থাৎ যতবেশি ব্রেস্টফিডিং করানো হবে মাসিকও শুরু হতে তত দেরী হবে।  তবে উল্লেখ্য যে, সব মহিলার শারীরিক বা পারিপার্শ্বিক অবস্থা যেহেতু এক নয় সেহেতু উক্ত বিষয়ের ব্যতিক্রম হওয়াটাও অস্বাভাবিক নয়। এছাড়াও হরমোনজনিত কারণেও মাসিক শুরু হতে দেরী হতে পারে।

Leave a Comment